শিরোনাম
কলাপাড়ায় ভূমিহীনসহ ৩৫ পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ
প্রকাশ : ২৯ মে ২০১৮, ০১:০৮
কলাপাড়ায় ভূমিহীনসহ ৩৫ পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার বাদুরতলী স্লুইসগেট ঘেঁষা খাল পাড়ের অবৈধ স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নেয়া ২২ ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হয়েছে। সোমবার উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।


একইভাবে মহিপুর ইউনিয়নের নিজামপুরে বেড়িবাঁধ নির্মাণে উচ্ছেদ হওয়া ১২ পরিবারকেও পুনর্বাসনের অধীন নেয়া হয়েছে। এছাড়া হস্তশিল্পের কারুকার্যের মাধ্যমে পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে আলাদা খ্যাতি জুড়ে দেয়ায় ভূমিহীন হত-দরিদ্র আব্দুস সত্তারকে একটি খাস জমি বন্দোবস্ত দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।


উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সদস্য সচিব মো. তানভীর রহমান এসব বিষয় নিশ্চিত করে জানান, স্বেচ্ছায় সরকারি খালের দখল ছেড়ে দেয়া নিঃস্ব ভূমিহীন পরিবারগুলোকে অন্যত্র খাস জমিতে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।


তিনি বলেন, যারা সরকারি খাল দখল করে স্থাপনা তোলা, কিংবা বাঁধ দিয়ে পানির প্রবাহ বাধাগ্রস্ত করাসহ মাছের ঘের করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।


বিবার্তা/উত্তম/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com