শিরোনাম
বড়াইগ্রামে শতাধিক ঘরে নতুন বিদ্যুৎ সংযোগ
প্রকাশ : ২৭ মে ২০১৮, ২১:৪৭
বড়াইগ্রামে শতাধিক ঘরে নতুন বিদ্যুৎ সংযোগ
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের দাসগ্রাম ওয়ার্ডে ১০২টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। রবিবার বিকালে নাটোর- ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এর উদ্বোধন করেন।


এ উপলক্ষে স্থানীয় ঈদগাহ সংলগ্ন চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন।


দাশগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. হযরত আলীর সভাপতিত্বে ও স্থানীয় অওয়ামী লীগ নেতা বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছিলেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার শ্রী নিতাই কুমার সরকার, বড়াইগ্রাম থানার নব নিযুক্ত অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাস, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক ও বনপাড়া বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল জলিল প্রামাণিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সরকার, নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন (ডালু), গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান।


এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিনহাজ্ব, চান্দাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের দফতর সম্পাদক তানভীর হাসান স্মরন প্রমুখ।


বিবার্তা/সাকলাইন/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com