শিরোনাম
মাগুরায় শীর্ষ সন্ত্রাসী পান্নু মোল্লা গ্রেফতার
প্রকাশ : ২৬ মে ২০১৮, ২০:২৭
মাগুরায় শীর্ষ সন্ত্রাসী পান্নু মোল্লা গ্রেফতার
মাগুরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দক্ষিণ মাগুরার শীর্ষ সন্ত্রাসী পান্নু মোল্লাকে অপহরণ, নারী ও শিশু নির্যাতন দমন এবং বাল্য বিয়ে নিরোধ আইনে গ্রেফতারর করেছে পুলিশ।


শনিবার সকালে মাগুরা শহরের থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পান্নু সদর উপজেলার সংকোচখালী গ্রামের আক্কাস মোল্লার ছেলে। তার নামে হত্যা, অপহরণসহ অর্ধডজন মামলা রয়েছে।


সদর থানার এসআই অনিমা রানী জানান, সম্প্রতি পান্নু মোল্লা মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের এক এইচএসসি পরীক্ষার্থীকে জোরপূর্বক অপহরণ করে যশোর নিয়ে আটকে রেখে বিয়ে করান। এ ঘটনায় ওই মেয়ের বাবা মাগুরা সদর থানায় অপহরণ, নারী ও শিশু নির্যাতন দমন এবং বাল্য বিয়ে নিরোধ আইনে মামলা করেন। সদর থানা পুলিশ ওই মামলায় মাগুরা শহরের আতর আলী সড়ক থেকে শনিবার সকালে তাকে গ্রেফতার করে।


সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, হত্যা, অপহরণসহ পান্নুর বিরুদ্ধে থানায় পূর্বে অর্ধডজন মামলা রয়েছে।


নাম প্রকাশ না করার শর্তে এক ইউপি চেয়াম্যান বলেন, পান্নু মোল্লা দক্ষিণ মাগুরার শত্রুজিৎপুর, গোপালগ্রাম, রেইল পলিতা, কুচিয়ামোড়া, গঙ্গারামপুর ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী। এ ইউনিয়নগুলোর বিভিন্ন গ্রামে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলেও ভুক্তভোগীরা তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে সাহস করেন না।


বিবার্তা/ফয়সাল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com