শিরোনাম
জয়পুরহাটে ছাত্রী হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ২৬ মে ২০১৮, ১৬:১৯
জয়পুরহাটে ছাত্রী হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাট খঞ্জনপুর মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জোবায়ের আলম পলাশের বিরুদ্ধে ছাত্রী হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএমএম সোলাইমান আলী, স্কুলের অভিভাবক আব্দুস সালাম, সাবেক ছাত্র মাহমুদ জামান হিমু, রিপন প্রমুখ।


এ সময় বক্তরা বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ ছাত্রীদের বাধ্যতামুলক প্রাইভেট পড়ানো, ছাত্রীদের সাথে নোংড়া ও বাজে আচরণ, মারপিট এবং অসৎ আচরণ করার অভিযোগ করে অবিলম্বে তার বহিষ্কার এবং তাকে প্রশ্রয় দেয়ার অভিযোগে প্রধান শিক্ষক বিমান চন্দ্রের শাস্তি দাবি করেন।


আন্দোলনকারীরা এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও প্রদান করেছেন।


বিবার্তা/শামীম/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com