শিরোনাম
স্ত্রী-কন্যা হন্তারকের যাবজ্জীবন
প্রকাশ : ২৪ মে ২০১৮, ১৯:২৯
স্ত্রী-কন্যা হন্তারকের যাবজ্জীবন
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝালকাঠির সদর উপজেলায় শতদশকাঠী গ্রামে আলোচিত মা-মেয়ে জোড়া খুনের দায়ে কমল কৃষ্ণ শীলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদাল। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের জেল দেয়া হয়।


বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করেন।


মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে কমল কৃষ্ণ শীল তার স্ত্রী রিতা রানী শীল ও সাত বছরের শিশুকন্যা বৃষ্টি রানী শীলকে গলা কেটে হত্যা করে। এ হত্যাকাণ্ডের পর কমল কৃষ্ণ শীল ভোর রাতে ঝালকাঠি থানায় হাজির হয়ে স্ত্রী ও কন্যাকে হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পন করে।


এ ঘটনায় নিহত রিতা রানী শীলের মা প্রিয় রানী শীল ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন।


দীর্ঘদিন তদন্তের পরে ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম হাওলাদার আদালতে ২০১১ সালের ৩১ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। কমল কৃষ্ণ শীল একই উপজেলার রামপুর গ্রামের মৃত অতুল চন্দ্র শীলের ছেলে।


বিবার্তা/আমিনুল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com