শিরোনাম
গোবিন্দগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ২৪ মে ২০১৮, ০২:১০
গোবিন্দগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হকের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। থানা মোড় চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে, হামলাকারীদের বিচারের দাবি জানান তারা।


বুধবার অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উপজেলা সাধারণ সম্পাদক এমএ মতিন মোল্লা, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক ও কাটাখালী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোয়াজ্জেম হোসেন আকন্দ, বিএমআই সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট জেলা শাখার সভাপতি আলমগীর হোসেন মন্ডল, সাপ্তহিক পলাশবাড়ী পত্রিকার সম্পাদক উত্তম কর্মকার, সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, প্রেসক্লাব গোবিন্দগঞ্জের সভাপতি শাহ মো. রফিকুল ইসলাম রফিক, কোষাধ্যক্ষ আবু সাঈদ, দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক সুমন সরকার, আবু রাকিব, মোস্তাফিজুর রহমান ও মোস্তাক আহম্মেদ প্রমুখ।


উপজেলার তালুককানুপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিকের বিরুদ্ধে ওই হামলার অভিযোগ তুলে তাকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।


একই দাবিতে প্রেসক্লাব গোবিন্দগঞ্জ চত্বরে 'সচেতন নাগরিক সমাজ'ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বক্তব্য দেন হাসান মাসুদ, আসাদুল ইসলাম আসাদ, সাব্বির হোসেন, শামীম হোসেন, সাগর ও সুমন মিয়া প্রমুখ।


ওই হামলায় প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক তোফায়েল হোসেন জাকির, মাসুদ মো. আনোয়ার হোসেন ও ছোলায়মান সরকার প্রমুখ।


বিবার্তা/তোফায়েল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com