শিরোনাম
ফুলবাড়ীতে সরকারি খাদ্য গুদামের উদ্বোধন
প্রকাশ : ২৩ মে ২০১৮, ০৬:৫৮
ফুলবাড়ীতে সরকারি খাদ্য গুদামের উদ্বোধন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সরকারি খাদ্য গুদামে চাউল ক্রয় উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা সরকারি খাদ্য গুদামে দুই মিল মালিকের নিকট থেকে ৬৪০ মেট্রিক টন চাউল ক্রয়ের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


সরকারি খাদ্য গুদামে চাউল ক্রয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি)’র মো. এনামুল হক।


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. গোলাম মওলা, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মো. মাহফুজ আল আসাদ, লাভলী অটো রাইস মিলের সত্ত্বাধিকারী ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশীদ আলম মতি, মেসার্স তিন ভাই রাইস মিলের সত্ত্বাধিকারী আলেফ উদ্দিন প্রমুখ।


সরকারিভাবে এবার চাউলের প্রতি কেজি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮ টাকা কেজি দরে। ৫টি অটো রাইস মিল থেকে ১৪৭০.৭২০ মেট্রিক টন ও ১০৫টি হাসকিং মিল থেকে ১৮৯৯.১৮০ মেট্রিক টন চাউল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। অপরদিকে মাদিলা খাদ্য গুদামে ১৬৯.০৮০ মেট্রিক টন চাউল ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মোট চাউল ক্রয়ের লক্ষ্যমাত্রা ৩৩৬৯.৯০০ মেট্রিক টন।


বিবার্তা/মেহেদী/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com