শিরোনাম
লক্ষ্মীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
প্রকাশ : ২২ মে ২০১৮, ০৫:৩৫
লক্ষ্মীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুর সদর উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌরসভার ১৭’শ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে এ সব বিতরণ করা হয়।


সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অফিস সূত্র জানা যায়, কৃষি পুনর্বাসন মৌসুমের আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১৭’শ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষকে আউশ ধান আবাদের জন্য ৫ কেজি বীজ ধান, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএ পি ও ১০ কেজি এমও পি সার এবং সেচের জন্য ৫০০ টাকা করে দেয়া হয়। আগাছা দমন ও সেচ সহায়তা বাবদ অর্থ সংশ্লিষ্ট কৃষকের নিজস্ব ‘শিওর ক্যাশ’ মোবাইলে ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রদান করা হয়।


বিনামূল্যে আউশ বীজ-সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাজাহান আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্লাহ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলাম প্রমুখ।


বিবার্তা/সুমন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com