
চট্টগ্রামের কর্ণফুলী থানার কর্ণফুলী নতুন ব্রিজ এলাকার যাত্রী ছাউনির কাছে মেয়েটিকে খুঁজে পাওয়া গিয়েছিলো। অভিভাবকহীন অবস্থায় পাওয়া যাওয়া ছোট্ট শিশু মারুফাকে।
এরপর কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি/তদন্ত) ইমাম হাসান নিজের হেফাজতে রেখেছেন শিশুটিকে। কিন্তু দুই দিনেও শিশুটির কোনো অভিভাবক খুঁজে পাওয়া যায়নি।
কর্ণফুলী থানার ওসি (তদন্ত) ইমাম হাসান জানান, রবিবার সন্ধ্যায় শিশুটিকে কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় অভিভাবকহীন অবস্থায় পাওয়া গেছে। মেয়েটি তার নাম মারুফা বলে জানিয়েছে। বয়স আনুমানিক চার বছর। সে তার বাবার নাম বলছে মালেক। মায়ের নাম বলছে হনুফা আক্তার।
কিন্তু তার বাসা কোথায় সে বলতে পারছে না। অন্য কোনো তথ্যও সে দিতে পারছে না। দুই দিন ধরে চেষ্টার পরও তার কোনো অভিভাবক বা মা-বাবার খোঁজ মিলছে না।
কেউ যদি মেয়েটিকে চিনতে পারেন তাহলে কর্ণফুলী থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন ওসি ইমাম হাসান। মেয়েটি বর্তমানে কর্ণফুলী থানার ওসি (তদন্ত) ইমাম হাসানের হেফাজতে রয়েছে।
কর্ণফুলী থানা ওসি'র (তদন্ত) ফোন নাম্বার: ০১৬২২২০২২২২
বিবার্তা/জাহেদ/কামরুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]