শিরোনাম
৯৯৯ নম্বরের সহযোগিতায় রেহাই পেলো ভুক্তভোগী পরিবার
প্রকাশ : ২১ মে ২০১৮, ১৬:৫০
৯৯৯ নম্বরের সহযোগিতায় রেহাই পেলো ভুক্তভোগী পরিবার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মেয়ের সম্ভ্রম হারানোর প্রতিবাদ করে রীতিমতো বিপাকেই পড়েছিলেন এক বাবা। টু শব্দ করলেই লাশ ফেলে দেয়া হবে- এমন হুমকি ধামকি দেয়া হয়েছিল পরিবারটিকে। তাদের রাতারাতি বাড়িছাড়া করার সব বন্দোবস্ত করেছিল স্থানীয় প্রভাবশালীরা। কিন্তু ৯৯৯ নম্বরে ফোন দিয়ে এ যাত্রা রেহাই পেল পরিবারটি।


রবিবার রাতে সাভার থানার যাদুরচর গ্রামে এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহযোগিতা পায় ভুক্তভোগী ওই পরিবার।


ঘটনাস্থল থেকে পরিবারটিকে উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো কাইকে গ্রেফতার করা হয়নি।


পুলিশ জানায়, ওই গ্রামে এক বাড়িতে ভাড়া থাকতো ওই পরিবার। রবিবার রাতে তারাবির নামাজের সময় বাড়িওয়ালা মতি মিয়ার ছেলে রাজু পরিবারটির মেয়েকে বাসা থেকে ডেকে নেয়। পরে দুই সহযোগীসহ ধর্ষণ করে।


রাতেই মেয়েটি পরিবারকে জানালে বাবা পুলিশকে জানাতে উদ্যত হন। তবে বাধ সাধে স্থানীয় প্রভাবশালীরা। দেখানো হয় ভয়ভীতি। দুর্বত্তদের ভয়ে রাতেই পরিবার নিয়ে বিপাকে পড়েন তারা। চেষ্টা চালানো হয় সপরিবারে নির্যাতিতার পরিবারকে গ্রামছাড়া করার।


এ অবস্থায় ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চায় তারা। ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। রাতেই মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। অবশ্য ততক্ষণে গা-ঢাকা দেয় রাজু ও তার সহযোগীরা।


বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মহসীনুল কাদির জানান, নির্যাতিতা স্কুল ছাত্রীটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


বিবার্তা/শরিফুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com