শিরোনাম
ঝিনাইদহে আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত
প্রকাশ : ২০ মে ২০১৮, ১৬:১২
ঝিনাইদহে আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

“মৌমাছিরা যেখানে যায়, কৃষি ফলন বেড়ে যায়, মৌমাছিকে রক্ষা কর, মৌমাছি বিশ্বকে রক্ষা করবে” এই শ্লোগানে ঝিনাইদহে প্রথম বারের মতো আন্তর্জাতিক মৌমাছি দিবস পলিত হয়েছে।


মৌচাষী সমিতি জেলা শাখার উদ্যোগে রবিবার সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে কৃষি বিভাগের কর্মকর্তাসহ মৌচাষীরা বক্তব্য রাখেন।


পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মৌমাছি চাষি সমিতির সভাপতি জালালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা ওয়াহেদুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মো. মনিরুজ্জামান, বিসিকের ডিএম সেলিনা রহমান, জেলা মৌচাষী সমিতির সাধারণ সম্পাদক এসএম শাহীন হোসেন, উন্নয়ন ধারার মনিটরিং অফিসার আতিয়ার রহমান, চেষ্টার নির্বাহী পরিচালক আতাউর রহমান প্রমুখ।


এ সময় বক্তারা বলেন, ঝিনাইদহ সদর উপজেলায় এ বছর সরিষা ফুলের মাঠে মৌ চাষ করা হয়েছে। এতে সরিষার উৎপাদন বেড়েছে ১৫ থেকে ২০ ভাগ। বক্তারা, মানুষের স্বাস্থ্য সুরক্ষায় মধু পান ও মৌমাছি রক্ষার্থে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।


বিবার্তা/কোরবান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com