শিরোনাম
দিনাজপুরে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
প্রকাশ : ২০ মে ২০১৮, ১২:৪০
দিনাজপুরে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরিশাল, ফেনী ও ময়মনসিংহের পর দিনাজপুরের বিরল উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী গাল কাটা বাবু (৪০) নিহত হয়েছে। এ সময় আহত হয় দুই পুলিশ সদস্য।


দিনাজপুর-বিরল উপজেলা সড়কের ২ নং ফরক্কাবাদ ইউপির সাবদাপাড়া নার্সারি এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বাবু বিরল উপজেলার তেঘরা নারায়ণপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে।


পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, চারটি ককটেল, দু’টি সামুরাই তলোয়ার ও ১৯৩ পিস ফেন্সিডিল উদ্ধার করেছে। তার বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে।


বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ সরকার জানান, ফেন্সিডিলের চালান নিয়ে যাওয়া হচ্ছে - এমন সংবাদের ভিত্তিতে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে বাবু ও তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে বাবু নিহত হয়।


তিনি বলেন, এ সময় আহত হয় পুলিশের দুই কনস্টেবল আরিফুল ও শহিদুল ইসলাম। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবুর লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/শাহী/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com