শিরোনাম
মোটরসাইকেলে সাপের বাসা!
প্রকাশ : ১৯ মে ২০১৮, ১৫:১৩
মোটরসাইকেলে সাপের বাসা!
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মুন্না মিয়া নামে এক ব্যাক্তিরব্যবহৃত মোটরসাইকেলের ভেতর থেকে সাপের বাসার সন্ধান পাওয়া গেছে।


মোঃ মুন্না মিয়া ঘাটাইল উপজেলার মোমরেজ গলগন্ডা গ্রামের মোঃ খাজা তালুকদারের ছেলে। সে একটি বেসরকারী এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসাবে কাজ করে।


শনিবার সকালে অর্ডার সংগ্রহের কাজ করার সুবাধে তার ব্যবহ্নত সি ডি - ৮০ গাড়িটি নিয়ে প্রতি দিনের ন্যায় সেদিনও কাজে বের হয়। অর্ডার কাটার সময় পোড়াবাড়ী মের্সাস ভূইয়া এন্টারপ্রাইজ (হিটলু ভূইয়ার) দোকানে অর্ডার সংগ্রহ করতে আসলে বিষয়টি দোকানের মালিক হিটলু ভূইয়ার নজরে পড়ে মোটরসাইকেলে থাকা গোখড়া সাপের বাসাটি। মুহুতের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয় দেখার জন্য শত শত মানুষ ভির করে। এর পরে শুরু হয় সাপ নিধন অভিযান।


মসজিদের সামনে খোলা মাঠে মটর সাইকেলটি রেখে উৎসুক জনতা লাঠি দিয়ে খোচিয়ে মটর সাইকেলটি পিটিয়ে একে একে বেশ কয়েকটি সাপ বাসা থেকে বের করে এনে মাটির সঙ্গে পিসিয়ে ফলে।


মুন্না মিয়া জানান, সারা দিন কাজ শেষে প্রতিদিনের মত রাতে গাড়িটি ঘরে রেখেছিলাম, মাঝখানে একদিন অফিস বন্ধ থাকায় গাড়িটি বের করা হয়নি। কবে কখন গাড়িটির ভেতরে সাপে বাসা বেধেছে কিছুই বলতে পারি না। আমি খুব ভয় পাচ্ছি। মা সাপটি পাওয়া যায়নি।


বিবার্তা/তোফাজ্জল/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com