শিরোনাম
২৩ পরীক্ষার্থীর অভিযোগ নিয়ে তদন্তের উদ্যোগ
প্রকাশ : ১৮ মে ২০১৮, ১৭:০৭
২৩ পরীক্ষার্থীর অভিযোগ নিয়ে তদন্তের উদ্যোগ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্নাতক প্রথমবর্ষের পরীক্ষা শুরুর পরও এখন পর্যন্ত প্রবেশপত্র হাতে পাননি কুড়িগ্রামের রৌমারী ডিগ্রি কলেজের ২৩ পরীক্ষার্থী। বিভিন্ন পত্রিকায় “রৌমারীতে প্রবেশপত্র পাননি ২৩ পরীক্ষার্থী” শিরোনামে সংবাদ প্রকাশ ও লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তের উদ্যোগ নিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।


শনিবার (১২ মে) থেকে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা।


২৩ শিক্ষার্থীর প্রবেশপত্র না পাওয়ার বিষয়টি জানিয়ে পরীক্ষার আগের দিন শুক্রবার (১১ মে) রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করে ভুক্তভোগী শিক্ষার্থীরা। পরে অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন পত্র-পত্রিকায় “রৌমারীতে প্রবেশপত্র পাননি ২৩ পরীক্ষার্থী” শিরোনামে সংবাদ প্রকাশ ও লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তের উদ্যোগ নিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।


গত বুধবার (১৬ মে) ইউএনও স্বাক্ষরিত নোটিশে জানা গেছে, গত ১২ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি প্রথমবর্ষের ২০১৭ পরীক্ষা শুরু হয়। রৌমারী ডিগ্রি কলেজের ২৩ জন শিক্ষার্থীর প্রবেশপত্র না থাকায় ওই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এ ঘটনায় ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন শিক্ষার্থীরা। ওই অভিযোগের ভিত্তিতে আগামী সোমবার (২১ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই ঘটনার তদন্ত শুরু হবে।



পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা পরীক্ষার্থীরা হলেন রোজিনা, ইসমাইল, জেসমিন আক্তার, মোসলিমা, শফিকুল ইসলাম, ইসমান, সাগর ও রফিকসহ আরো অনেকেই।


তদন্তের বিষয় জানতে চাইলে রৌমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছামিউল ইসলাম জানান, ইউএনও স্যার তদন্তের নোটিশ পাঠিয়েছেন। যথাসময়ে কার্যালয়ে উপস্থিত থাকব।


এ প্রসঙ্গে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় বলেন, ৯ শিক্ষার্থী স্বাক্ষরিত একটি অভিযোগপত্র পেয়েছি। ২৩ জন পরীক্ষার্থী প্রবেশপত্র পাননি বলে অভিযোগ করেছেন। এ বিষয় বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়। তাই উল্লেখিত অভিযোগের তদন্তের উদ্যোগ নেয়া হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/সৌরভ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com