শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ভ্যাট কর্মকর্তার হয়রানীতে ব্যবসায়ীদের ধর্মঘট
প্রকাশ : ১৭ মে ২০১৮, ১৯:০৫
ঠাকুরগাঁওয়ে ভ্যাট কর্মকর্তার হয়রানীতে ব্যবসায়ীদের ধর্মঘট
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অতিরিক্ত কর আরোপ ও হয়রানীর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করছে।


বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত শহরের বিভিন্ন প্রকার শতাধিক দোকানপাট বন্ধ রাখা হয়। পরে দুপুরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেন।


দোকান মালিকদের অভিযোগ, ঠাকুরগাঁও কাস্টমস ও ভ্যাট কর্মকর্তা মশিউর রহমান মণ্ডল ও অন্যান্য কর্মকর্তারা গত একমাস আগে বছরের ভ্যাট বাবদ ১৪ হাজার টাকা পরিশোধের চিঠি দেয় ব্যবসায়ীদের। এর পর গত ১৫ মে একই দোকানের ৯৩ হাজার টাকার ভ্যাট আরোপ করে পুনরায় চিঠি দেয়। এমনিভাবে পৌর শহরের প্রতিটি দোকানদারকে অতিরিক্ত ভ্যাট আরোপ করে কর্মকর্তারা।



এছাড়াও দোকানে ঢুকে বিক্রির খাতাপত্র নিয়ে যাওয়াসহ বিভিন্ন ভাবে হয়রানী করে ভ্যাট কর্তৃপক্ষ। নগদ অর্থ প্রদান না করতে চাইলে হুমকি প্রদান করেন এবং ভ্যাট কমিয়ে দেয়ার আশ্বাসে ঘুষ আবদার করেন। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে শহরের সকল দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরা ধর্মঘট পালন করে এবং সকল ব্যবসায়ীরা ভ্যাট অফিস ঘেরাও করে রাখে।


ব্যবসায়ী কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রতিক্রিয়ায় জানান, অবিলম্বে এর সুরাহা না হলে অনির্দিষ্ট কালের ধর্মঘটের আহবান করা হবে।


বিবার্তা/বিধান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com