শিরোনাম
গজালিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ
প্রকাশ : ১৬ মে ২০১৮, ২১:৩০
গজালিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি গজালিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


এ উপলক্ষে বুধবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।


বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাথোয়াইচিং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভুঞা, লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর শুক্কুর, রুপসীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, গজালিয়া উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্ব নাথ দে বিশেষ অতিথি ছিলেন।


আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, গর্বিত মা, শ্রেষ্ঠ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।


পরে সফল চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত হওয়ায় গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিশ্বনাথ দে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলা-ধুলা শিক্ষার্থীর প্রতিভা বিকাশে গুরুত্ব পূর্ণ ভুমিকা রাখে। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলার চর্চা করতে হবে।


বিবার্তা/আরমান/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com