শিরোনাম
স্কুলছাত্রী অপহরণচেষ্টায় যুবকের যাবজ্জীবন
প্রকাশ : ১৬ মে ২০১৮, ১৭:৪৬
স্কুলছাত্রী অপহরণচেষ্টায় যুবকের যাবজ্জীবন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরায় স্কুলছাত্রী‌কে অপহর‌ণের চেষ্টার দা‌য়ে আব্দুস সোবহান ঢালী (২৭) নামে এক যুবককের ব্য‌ক্তি‌কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হ‌াজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরো ছয় মা‌সের কারাদণ্ডের আদেশ দি‌য়ে‌ছেন আদালত।


বুধবার দুপু‌রে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা‌লের বিচারক হোস‌নে আরা আক্তার এ রায় ঘোষণা ক‌রেন।


সাজাপ্রাপ্ত আব্দুস সোবহান ঢালী শ্যামনগর উপ‌জেলার চাল‌তেঘাটার আব্দুর রহমান ঢালীর ছে‌লে।


মামলার বিবর‌ণে জানা যায়, ২০০৮ সা‌লের ৪ ন‌ভেম্বর সাতক্ষীরা পৌরসভার বাকাল বারুইপাড়ার এক স্কুলছাত্রী‌কে স্কু‌লে যাওয়ার সময় প্রাই‌ভেটকারে উঠিয়ে অপহর‌ণ ক‌রে নি‌য়ে যাওয়ার চেষ্টা ক‌রে আব্দুস সোবহান ঢালী। প‌থিম‌ধ্যে এলাকাবাসী চিৎকার শু‌নে প্রাইভেট কা‌রের গ‌তি‌রোধ ক‌রে ওই ছাত্রী‌কে উদ্ধার করতে সক্ষম হয়। ত‌বে পা‌লি‌য়ে যায় আব্দুস সোবহান। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা অপহরণ মামলা দা‌য়ের ক‌রেন।


এ মামলায় সাক্ষ্যগ্রহণ ও ন‌থি পর্যা‌লোচনা ক‌রে আসা‌মির বিরুদ্ধে অভিযোগ প্রমা‌ণিত হওয়ায় আদালত তা‌কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে আরো ছয় মা‌সের কারাদ‌ণ্ডের আদেশ দেন আদালত।


সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা‌লের বি‌শেষ পি‌পি অ্যাড‌ভো‌কেট জহুরুল হায়দার বাবু বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, আসা‌মি পলাতক।


বিবার্তা/শহিদুল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com