শিরোনাম
হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষি শ্রমিক নিহত
প্রকাশ : ০৭ মে ২০১৮, ১৪:২৬
হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষি শ্রমিক নিহত
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বৃন্দা চিত্তা হাওরে বজ্রপাতে দুই ধান টাকা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অপর এক শ্রমিক।


সোমবার সকাল ১১টার দিকে দৌলতপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত শ্রমিকরা হলেন - উপজেলার কবিরপুর গ্রামের মৃত নাদু বৈষ্ণবের ছেলে অধীর বৈষ্ণব (২৭) ও তেলঘরি গ্রামের বীরেশ্বর বৈষ্ণবের ছেলে বসু বৈষ্ণব (৩২)। আহত শ্রমিক হলেন - তেলঘরি গ্রামের হরিচরণ বৈষ্ণবের ছেলে কৃষ্ণধন বৈষ্ণব (৩২)।


জানা যায়, সোমবার সকালে বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। এ সময় বৃন্দা চিত্তা হাওরে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হন তিন শ্রমিক। এতে ঘটনাস্থলেই মারা যান অধীর বৈষ্ণব। গুরুতর আহত অবস্থায় বসু বৈষ্ণবকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । আহত কৃষ্ণধন বৈষ্ণবকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার জানান, নিহতদের প্রত্যেকের পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে দেয়া হবে।


এছাড়াও নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ৩ জন আহত হয়েছেন ।


গুরুতর আহত অবস্থায় অসিম দাশ (৩৫), কাজল মিয়াকে (১৩) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/ছনি/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com