শিরোনাম
‘কান্নায় ঘুমের ব্যাঘাত ঘটায় ওকে মেরে ফেলি’
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৬, ১২:০৩
‘কান্নায় ঘুমের ব্যাঘাত ঘটায় ওকে মেরে ফেলি’
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটের বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের ঘুঙানিয়া গ্রামে ছয় মাস বয়সী তাহিয়া বেগম নামে এক শিশু রাতে মায়ের দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করছিল। এতে ঘুমের ব্যাঘাত ঘটায় বিছানা থেকে শিশুকে নিয়ে পুকুরে ফেলে হত্যা করেছেন আদালতে এমন স্বীকারোক্তিই দিয়েছেন শিশুটিরই বাবা উজ্জ্বল আহমদ (৩৫)।


গত শুক্রবার ভোরে তিনি শিশুকে বাড়ির পুকুরে ফেলে দেন। কোলের শিশু পুকুরে পড়ল কীভাবে, এ নিয়ে চাঞ্চল্য দেখা দিলে পুলিশ সন্দেহজনকভাবে উজ্জ্বলকে শনিবার আটক করে। রবিবার দুপুরে তিনি সিলেটের একটি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি রেকর্ড করেন বিচারক ফারজানা শাকিল।


পুলিশ জানায়, শুক্রবার ভোর ৫টার দিকে শিশু তাহিয়ার লাশ পুকুর থেকে উদ্ধার ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় শিশুর মা রহিমা বেগম তার স্বামী উজ্জ্বলকে সন্দেহ করছিলেন।


স্ত্রীর সন্দেহ ভাঙাতে উজ্জ্বল ওই দিন নিজে বিয়ানীবাজার থানায় গিয়ে পুকুরে ডুবে শিশু মারা গেছে জানিয়ে একটি অপমৃত্যু মামলা করেন। মামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উজ্জ্বলকে সন্দেহ করে। পুলিশ শনিবার সকালে তাকে আটক করলে ওই দিন রাতে তার স্ত্রী রহিমা বাদী হয়ে হত্যা মামলা করেন। এ মামলায় গ্রেফতার দেখানো হয় উজ্জ্বলকে।


উজ্জ্বল আহমদ পেশায় ওয়ার্কশপ ব্যবসায়ী। বিয়ানীবাজার পৌর শহরে তার প্রবাসী ভাইয়ের একটি ওয়ার্কশপ পরিচালনা করছিলেন তিনি। তাহিয়া তাদের একমাত্র সন্তান ছিল।


বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, সন্দেহজনকভাবে আটকের পরপরই উজ্জ্বল ঘটনার কথা স্বীকার করেন। পরে শিশুর মাকে জানানোর পর তিনি মামলা করেন। রবিবার সকালে উজ্জ্বল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। তাকে আদালতে হাজির করলে তিনি শিশুহত্যার বর্ণনা দেন।


জবানবন্দিতে উজ্জ্বল বলেন, বৃহস্পতিবার রাতে কোনো অবস্থাতেই তাহিয়ার কান্না থামানো যাচ্ছিল না। তার মা কোলে নিয়ে তাকে শান্ত করার চেষ্টা করেন। রাত ৩টার দিকে মায়ের বুকের দুধ খেয়ে সে ঘুমিয়ে পড়লে মাও ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে আবার কান্নাকাটি শুরু করলে উজ্জ্বলের রাগ ওঠে। একপর্যায়ে রহিমার পাশ থেকে তাহিয়াকে কোলে নিয়ে পুকুরের পানিতে ছুড়ে ফেলেন।


বিবার্তা/জেমি/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com