শিরোনাম
গাইবান্ধায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৮, ০০:৩৮
গাইবান্ধায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার বিভিন্ন উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সকালে সুন্দরগঞ্জ উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌর সভার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘণ্টাব্যাপী শিলাবৃষ্টি ও কাল বৈশাখী ঝড়োহা ওয়ায় পাকা ও আধাপাকা ইরি বোরো ধান নষ্ট হয়ে গেছে। নুয়ে পড়েছে ধানের গাছ।


শান্তিরাম ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম জানান, কাল বৈশাখী ঝড়ে ও শিলাবৃষ্টিতে তার ইউনিয়নে রোরো ধানক্ষেতের যে পরিমান ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়ার মতো নয়।


এছাড়া সবজি ও ভুট্টা ক্ষেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে। শত শত গাছ ভেঙে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে কাঁচা ঘরবাড়িও। তবে সরকারিভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।


উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম জানিয়েছেন, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের যে পরিমান ক্ষতি হয়েছে তা নিরূপণের জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন।


বিবার্তা/তোফায়েল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com