শিরোনাম
নড়াইলে বিশ্ব টিকা সপ্তাহ উপলক্ষে সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৮, ১৪:২৪
নড়াইলে বিশ্ব টিকা সপ্তাহ উপলক্ষে সভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে বিশ্ব টিকা সপ্তাহ পালন উপলক্ষে ২৪ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জেলা অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসের সভাকক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী।


সিভিল সার্জন ডা. আসাদ-উজ-জামান মুন্সীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন হাওলাদার, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান বাবু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী প্রমুখ।


সভায় এ সপ্তাহে টিকার বিষয়ে প্রচার প্রচারণা করা সহ বিভিন্ন সময়ে টিকা থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকা দেয়া হবে বলে জানানো হয় এবং এ ব্যাপারে উপস্থিতিদের সহযোগিতা কামনা করা হয়।


এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারী, ডাক্তার, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক, ইমাম, পুরোহিত, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com