শিরোনাম
বান্দরবানে ম্যালেরিয়া রোগীর সংখ্যা সর্বাধিক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৮, ০০:৫৮
বান্দরবানে ম্যালেরিয়া রোগীর সংখ্যা সর্বাধিক
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িসহ দেশের ১৩টি জেলায় ম্যালেরিয়া রোগীর সংখ্যা ২৯ হাজার ২৪৭ জন। এর মধ্যে শুধু বান্দরবানেই আছে ১৭ হাজার ৪৯২ জন রোগী। এছাড়া জেলার ৭ উপজেলার মধ্যে লামা, আলীকদম ও থানচি এই তিনটি সর্বাধিক ম্যালেরিয়া ঝুঁকিতে আছে।


বুধবার বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে বান্দরবানের লামা উপজেলায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা জানান। বলেন, ঘাতক ব্যাধি ম্যালেরিয়া প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের পাশাপাশি এলাকাবাসীকে সর্বাধিক সক্রিয় ভূমিকা পালন করতে হবে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব ম্যালেরিয়া দিবসের ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উইলিয়াম লুসাই। এতে প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমি।


পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যতীন্দ্র মোহন মন্ডল, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া সভায় বিশেষ অতিথি ছিলেন। এ সময় ব্র্যাক ও এনজেড একতার স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত ছিলেন।


এর আগে ‘ম্যালেরিয়া নির্মুলে প্রস্তুত আমরা’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে র‌্যালি বের করা হয়।


বিবার্তা/আরমান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com