শিরোনাম
সিরাজগঞ্জে জেএমবির দুই সদস্য আটক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৮, ১৯:৩৭
সিরাজগঞ্জে জেএমবির দুই সদস্য আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের কামারখন্দে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবির দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা। এ সময় জিহাদী বই, লিফলেট, অর্থ সংগ্রহের রশিদ, সদস্য ফরম, বায়োডাটা ফরম, পরিকল্পনা ফরম ও মোবাইল সেট উদ্ধার করা হয়।


মঙ্গলবার দুপুরে কামারখন্দ উপজেলার মামুদাকোলা গ্রামে কাদরিয়া খানকা শরীফের মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।


আটকৃতরা হলেন, রায়গঞ্জ উপজেলার মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে রাকিবুল হাসান ওরফে রেজাউল (২২) ও কামারখন্দের মামুদাকোলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জুয়েল রানা (২০)।


মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১২ এর সহকারী পরিচালক মোঃ রওশন আলী।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামুদাকোলা কাদরিয়া খানকা শরীফের মাদ্রাসায় শিক্ষার অন্তরালে গোপনে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করার পরিকল্পনা চালিয়ে আসছিল জেএমবির সদস্যরা। তারা দীর্ঘদিন ধরে সদস্য সংগ্রহ এবং জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সভা ও অর্থ সংগ্রহ করে আসছিলো। মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


পরে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা জেএমবির সক্রিয় সদস্য।


বিবার্তা/রানা/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com