শিরোনাম
লালমনিরহাটে মানবতাবিরোধী অপরাধের তদন্ত
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৮, ২০:১৮
লালমনিরহাটে মানবতাবিরোধী অপরাধের তদন্ত
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটে একাত্তরে গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতনের মত মানবতাবিরোধী অপরাধের খোঁজ খবর নিতে কাজ করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা’র একটি দল।


সোমবার সকালে তদন্ত সংস্থা টিমের সমন্বয়ক ফারুক হোসাইনের নেতৃত্বে ৪ সদস্যের একটি টিম তদন্ত কাজ শুরু করেন।
এ সময় তারা জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের নিজ গড্ডিমারী গ্রামের তালেব মোড়সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এলাকার বিভিন্ন লোকজনের সাথে তারা একাত্তরে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতনের মত মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তবে তদন্ত সংস্থা’র ওই টিমটি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি। এ সময় তাদের সাথে হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক উপস্থিত ছিলেন।


হাতীবান্ধা থানার ওসি উমর ফারুক জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা’র একটি দল বিভিন্ন এলাকায় ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধসহ অন্যান্য অপরাধ নিয়ে কাজ করছেন।


বিবার্তা/জিন্না/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com