শিরোনাম
অগ্রণী ব্যাংক নতুন ভবনে স্থানান্তরের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৮, ২০:০৯
অগ্রণী ব্যাংক নতুন ভবনে স্থানান্তরের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের আওতা ধীন অগ্রণী ব্যাংক শাখা স্কুলের নতুন ভবনে স্থানান্তরের দাবিতে ঘণ্টা ব্যাপী মানববন্ধন পালন করেছে আইসড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও এলাকাবাসী। সোমবার দুপুরে আইসড়া বাজারে এ মানববন্ধন হয়।


মানববন্ধনে বলা হয়, টাঙ্গাইলের বাসাইল উপজেলাধীন আগ্রণী ব্যাংক আইসড়া শাখাটি আইসড়া উচ্চ বিদ্যালয়ের দীর্ঘ ৩৭ বৎসর যাবত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। আর ঐ ভাড়ার টাকা দিয়েই আইসড়া উচ্চ বিদ্যালয়ের হত দরিদ্র ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ বহন করে আসছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলাদেশ ব্যাংক মোতাবেক অগ্রণী ব্যাংক আইসড়া শাখাটির জন্য বিদ্যালয় কর্তৃক নির্মিত নতুন ভবনে স্থানান্তরের জন্য একটা সুপারিশ পত্র দেয়া হয়। কিন্তু অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ অদ্যবদি বাংলাদেশ ব্যাংকের উক্ত সুপারিশ অনুসরণ করেননি এবং অগ্রণী ব্যাংক আইসড়া শাখাটি বিদ্যালয় কর্তৃক নবনির্মিত ভবনে স্থানান্তর করেনি।


আইসড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সহিদুর রহমান বলেন, অগ্রণী ব্যাংক হতে আমরা হত দরিদ্র ও মেধাবী সন্তানদের লেখাপড়ার জন্য আর্থিক সাহায্য দিয়ে থাকি। তাই হতদরিদ্র ছাত্র-ছাত্রীদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে এবং ব্যাংকের দায়বদ্ধতার দায়িত্বের বিষয়সমূহ সুবিবেচনায় এনে আমরা সবাই দ্রুত নতুন ভবনে অগ্রণী ব্যাংক শাখাটির স্থানান্তর চাই।


বিবার্তা/তোফাজ্জল/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com