শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ভেজাল জুস কারখানা, ২ জনের জেল
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৮, ১৯:৫১
ঠাকুরগাঁওয়ে ভেজাল জুস কারখানা, ২ জনের জেল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী বাজার নামক এলাকায় ভেজাল জুস কারখানার সন্ধান পাওয়া গিয়েছে। সেখানে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম অভিযান পরিচালনা করলে এর সত্যতা পায়।এ সময় ভেজাল কারখানার ম্যানেজার ও উৎপাদনকারীর কারাদণ্ড দেয়া হয়।


সোমবার দুপুর সাড়ে বারোটায় ভ্রাম্যমাণ আদালত কারখানায় আসার আগেই তালা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসীর সহায়তায় কারখানার ম্যানেজার সুমন ইসলাম(৩২) ও জুস উৎপাদনকারী মো. রফিক(২৩)কে কৌশলে আটক করা হয়। তবে ভেজাল জুস কারখানার মালিক সিজারকে খুঁজে পাওয়া যায়নি।


বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং পরিবেশ নোংরা হওয়ায় কারখানার ম্যানেজারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও উৎপাদনকারীর ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। এ সময় আটকদের মালামাল স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে বলে জানা যায়।


বিবার্তা/বিধান/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com