শিরোনাম
আশুলিয়ায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরন অব্যাহত
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৮, ১৬:২৮
আশুলিয়ায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরন অব্যাহত
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টানা ১৫ দিনের মত সাভারের আশুলিয়ার বিভিন্ন বাসাবাড়িতে দেয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার ওই সব এলাকার প্রায় পাঁচ হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।


সকালে আশুলিয়ার গৌরিপুর, দোসাইদ, কুটুরিয়া, চারাবাগ, আমতলা এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিও) প্রকৌশলী সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।


এ ঘটনায় অবৈধ গ্যাস সংযোগ দেয়া ও নেয়ার অভিযোগে বেশ কয়েক জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।


তিতাস গ্যাস জানায়, গত এক বছর আগে ওই সব এলাকায় বাড়িওয়ালাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেয় একটি চক্র। এখন সেসব সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এই কাজে সাভার তিতাস গ্যাস অফিসের ৯০ সদস্যের শ্রমিক অংশ নিচ্ছেন। এ সময় বিভিন্ন বাড়ির গ্যাসের চুলা ও রাউজার খুলে নেয়া হয়। সংযোগ বিছিন্ন করার সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।


সংযোগ বিছিন্ন কাজে উপস্থিত ছিলেন সাভার তিতাস গ্যাস কার্যালয়ের উপব্যবস্থাপক প্রকৌশলী হাদী আবদুর রহিম, মাহমুদ হাসান, সহব্যবস্থাপক আব্দুল মান্নান ও আনিসুজ্জামান প্রমুখ।


বিবার্তা/শরিফুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com