শিরোনাম
সুন্দরবনের ভেতর থেকে ৮ জেলে আটক
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৮, ১৫:২৬
সুন্দরবনের ভেতর থেকে ৮ জেলে আটক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে অভয়ারণ্য অঞ্চল মাইটার খালে মাছ ধরার সময় মালামালসহ ৮ জেলেকে আটক করা হয়েছে। রবিবার সকালে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা কেএম কবীর হোসেনের নেতৃত্বে বন অফিসের সদস্যরা তাদের আটক করে। তাদের হাজতে পাঠানো হয়েছে।


আটককৃত জেলেরা হলেন- আশাশুনি থানার মনিপুর গ্রামে রজব আলী গাজীর পুত্র আব্দুল হান্নান (৪০), পাইকগাছা থানার বাকা গ্রামে বকস সরদারের ছেলে শুকর আলী সরদার (৫২), খুলনা রুপসা থানার জয়পুর গ্রামের শেখ আফজাল হোসেনের ছেলে শেখ ইসমাইল হোসেন (৪০), কয়রা থানার গোগড়া গ্রামের আকবর আলী সরদারের ছেলে আলমগীর হোসেন (২১) এবং একই এলাকার মদিনাবাদ গ্রামের আব্দুল হামিদ গাজী ছেলে আব্দুল খালেক(২০), গাটাখালী গ্রামের ইউনুচ আলী মোল্যার ছেলে আব্দুল মালেক (৪২), গোদাড়া গ্রামের নুরুল ইসলাম সানার ছেলে আলমগীর হোসেন (৩৩) ও মইনদ্দীনের ছেলে তৈয়বুর রহমার (৩০)।


কেএম কবির হোসেন জানান, সুন্দরবন নিরাপর্ত্তা টহল দেয়ার সময় কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে মাছ ধরার জন্য জেলেদের আটক করা হয়। এ সময়ে তাদের ব্যবহৃত দুইটি ট্রলার, জাল ও মাছসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়।


বিবার্তা/শহীদুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com