শিরোনাম
কুশিয়ারা থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৮, ১৯:১৯
কুশিয়ারা থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হবিগঞ্জে কুশিয়ারা নদী থেকে টানা তৃতীয় দিনের মতো ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত আছে। এতে বালু ব্যবসায়ীরা লাভবান হলেও হুমকির মুখে পড়েছেন স্থানীয়রা। ইতিমধ্যে নদীর তীর ভাঙ্গন দেখা দিয়েছে।


প্রায় তিন মাস বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার থেকে এই নদী থেকে বালু উত্তোলন শুরু হয়। খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান। তবে সে সময় সেখানে কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।


এলাকাবাসী জানান, স্থানীয় পারকুল গ্রামের বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্ট সংলগ্ন কুশিয়ারা নদীতে একাধিক স্থানে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করছে কয়েকটি সিন্ডিকেট। কুশিয়ারা নদীর পানিতে ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে পাইপের মাধ্যমে নদীর গভীর তলদেশ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর পাড়ে ভাঙন অব্যাহত রয়েছে। আশপাশের আবাদি জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।


জেলা প্রশাসক থেকে শুরু করে সরকারে বিভিন্ন দফতর এমনকি ভূমিমন্ত্রীর কাছেও এ নিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। কিন্তু কোনোভাবেই বন্ধ হচ্ছে না অবৈধভাবে বালু উত্তোলন।


হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ জানিয়েছেন, জনসাধারণের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসন সব সময় প্রস্তুত রয়েছে।


বিবার্তা/ছনি/কামরুল


<<কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com