শিরোনাম
‘নেতা নয় জনগণের সেবক হতে চাই’
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৮, ০০:২০
‘নেতা নয় জনগণের সেবক হতে চাই’
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেতা নয় জনগণের সেবক হতে চান ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি আরিফুর রহমান দোলন। তিনি বলেছেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমি ইতিমধ্যে ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছি। কিন্তু আমি নেতা হতে চাই না। জনগণের সেবক হতে চাই।


শুক্রবার রাতে ফরিদপুরের বোয়ালমারীতে জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সমাজসেবামূলক প্রতিষ্ঠান কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দোলন।


তরুণ এ সমাজসেবক বলেছেন, বৃহত্তর পরিসরে লাখো মানুষের সেবা করার জন্য একজন ব্যক্তির পক্ষে যা সম্ভব নয়, তা সহজেই করতে পারেন একজন সংসদ সদস্য।


জনগণের সেবক কীভাবে হবেন তার ব্যাখ্যা দিতে গিয়ে দোলন বলেন, ‘আপনারা দেখেন, বাজার সমিতি নির্বাচন, স্কুল কমিটি নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, জাতীয় নির্বাচনের সময় পোস্টারে ব্যানারে লেখা হয়, অমুক ভাইকে নির্বাচিত করে জনগণের সেবা করার সুযোগ দিন।’


দোলন বলেন, ‘চাকর মনিবের সেবা করে। মনিব কখনও চাকরের সেবা করে না। তার মানে যারা নির্বাচিত হতে চাচ্ছেন বা হবেন তারা হলেন সেবক। জনগণের চাকর। আমিও এভাবে সেবক হতে চাই।’


দোলন আরো বলেন, ‘কষ্ট লাগে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, নির্বাচিত হওয়ার পর সেই চাকর নিজেকে মনিব মনে করতে থাকেন। আর যখন তিনি নিজেকে মনিব ভাবেন, তখন প্রকৃত মনিব তথা জনগণের সেবা তিনি করতে পারেন না। করার মানসিকতাটাই থাকে না। এ জন্য প্রথমে আমি নিজেকে জনগণের চাকর হিসেবে দেখতে চাই। আমি কখনো নেতা হতে চাই না।’


এ সময় তিনি অঙ্গীকার করে বলেন, ‘আমি নির্বাচিত হই আর না হই, আপনাদের মাধ্যমে এই এলাকার মানুষের কাছে অঙ্গীকার করছি, আমি যেন আমৃত্যু জনগণের চাকর হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে পারি।’ সবার দোয়া চেয়ে তিনি বলেন, ‘আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার দোয়া যেনো কবুল করেন।’


তরুণ এ নেতা বলেন, ‘আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, আমি যেহেতু জনগণের সেবা করে যেতে চাই, তাহলে সংসদ সদস্য হতে চাই কেন?’ দোলন বলেন, ‘একজন সংসদ সদস্যের পক্ষে তার এলাকার লাখো মানুষকে সেবা করা সম্ভব হয় সরকারি-বেসরকারি অনুদান পাওয়ার কারণে, যেটা একজন ব্যক্তির পক্ষে সম্ভব হয় না। লাখ লাখ মানুষের সেবা করার জন্য সরকারের প্রতিনিধি, সংসদ সদস্য হওয়া আবশ্যক।’


সভায় সভাপতিত্ব করেন, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ সাহীনুজ্জামান। পরিচালনা করেন, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মৃধা লিটন।


এছাড়া সভায় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদ সদস্য ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, চতুল উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসেন, রুদ্র ইনস্টিটিউট অব ইনফর্মেশন টেকনোলজির পরিচালক আসিপ মাহমুদ শাহীন প্রমুখ।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com