শিরোনাম
রানা প্লাজার নিহত শ্রমিকদের স্মরণে স্মৃতিকাঁথা প্রদর্শনী
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৮, ১৯:৪৫
রানা প্লাজার নিহত শ্রমিকদের স্মরণে স্মৃতিকাঁথা প্রদর্শনী
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের রানা প্লাজায় নিহতদের স্মরণে স্মৃতিকাঁথা ও কথা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ‌'মৃতদের স্বরণ করো, জীবিতদের জন্য লড়াই করো' প্রতিপাদ্য নিয়ে শুক্রবার বিকালে এর আয়োজন করে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি।



আগামী ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ার পাঁচ বছর উপলক্ষে এর আয়োজন করা হয়। আয়োজকরা জানিয়েছে, নিহত শ্রমিকদের নিয়ে এই স্মৃতিকাঁথা ও প্রদর্শনীর উদ্দেশ্যে হলো, ধসে পড়া রানা প্লাজার হাজারো শ্রমিক নিহত হওয়ার ঘটনা যেন আমরা ভুলে না যাই।



অনুষ্ঠানে রানা প্লাজার মালিক সোহেল রানার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়। এতে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com