শিরোনাম
নাশকতা ঠেকাতে ঢাকা-আরিচা মহাসড়কে সিসি ক্যামেরা
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৮, ১৭:৩৬
নাশকতা ঠেকাতে ঢাকা-আরিচা মহাসড়কে সিসি ক্যামেরা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকার সাভারে গুরুত্বপূর্ণ ঢাকা আরিচা মহাসড়কে নাশকতা, চুরি-ডাকাতি ঠেকাতে ৫৯টি সিসিটিভি (ক্লোজ সার্কিট) ক্যামেরা বসানো হয়েছে। ঢাকা জেলা পুলিশের উদ্যোগে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে আশুলিয়ার নবীনগর পর্যন্ত সিসিটিভি ক্যামেরাগুলো বসানো হয়।


এ বিষয়ে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান বলেন, ঢাকা আরিচা একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। এই মহাসড়ক রাজধানীর মুল প্রবেশ পথ। মহাসড়কে যানজট, সড়ক অবরোধ,নাশকতা,অপরাধ নির্মূলে কাজ করবে এই সিসিটিভি ক্যামেরাগুলো। এছাড়া প্রায়ই মহাসড়কে দুর্ঘটনা হয়। এখন থেকে সিসিটিভির ক্যামেরার মাধ্যমে তারও সুরাহা হবে। মহাসড়কে স্থাপিত সিসি ক্যামেরা নিয়ন্ত্রণের জন্য সাভার মডেল থানায় একটি কন্ট্রোল রুম করা হয়েছে। কন্ট্রোল রুম থেকেই মাঠ পর্যায়ে দেয়া হবে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা। এরপর পর্যায়ক্রমে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক ও চন্দ্রা মহাসড়কে সিসিটিভি ক্যামেরা বসানো হবে বলে তিনি জানান।


এ বিষয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান বলেন, মহাসড়কে সিসি ক্যামেরা বসিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যে ভূমিকা রাখার উদ্যোগ নিয়েছে তার প্রশংসা করেন তিনি। এই সিসিটিভি ক্যামেরার কারণে মহাসড়কে নাশকতা,ডাকাতি ও চুরি ছিনতাই রোধ হবে এবং আগামী একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মহাসড়কে যে কেউ অবৈধ আন্দোলন করলে সেটিও রোধ হবে। এ সময় তিনি তার পক্ষ থেকে পুলিশকে সব ধরণের সুযোগ সুবিধা দেয়ার কথা বলেন।


বিবার্তা/শরীফুল/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com