শিরোনাম
তানোরে প্রবীণ ও প্রতিবন্ধীদের নিয়ে মতবিনিময় সভা
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৮, ১৭:৪৭
তানোরে প্রবীণ ও প্রতিবন্ধীদের নিয়ে মতবিনিময় সভা
তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তানোরে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সমস্যা সম্ভাবনা ও তরুণদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বেসরকারি গবেষণা উন্নয়ন সংস্থা বারসিকের সম্মেলন কক্ষে তানোর শিক্ষা, সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা কেন্দ্রে আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ছড়াকার আফাজ উদ্দীন কবিরাজ।


এ সময় বক্তব্য রাখেন তানোর সাহিত্য পরিষদের সভাপতি কবি অসীম কুমার সরকার, বারসিক বরেন্দ্র অঞ্চল সমন্বয়কারী শহিদুল ইসলাম, স্বপ্নচারী যুব সংগঠনের সহসভাপতি শাফিউল ইসলাম, স্বপ্ন আশার আলো যুব সংগঠনের সভাপতি সবজুল ইসলাম, সহযোগী গবেষক অমৃত কুমার সরকার, জাহিদ আলী, শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা গ্রামে প্রবীণ ও প্রতিবন্ধদের তালিকা তৈরি করে তাদের সরকারি-বেসরকারি সংস্থার সেবা প্রাপ্তিতে সহায়তা করার প্রত্যয় ব্যক্ত করেন।


বিবার্তা/অসীম/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com