শিরোনাম
পরিবারের স্বচ্ছলতা এখন কে ফেরাবে...
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৮, ১৬:৪০
পরিবারের স্বচ্ছলতা এখন কে ফেরাবে...
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পরিবারের স্বচ্ছলতা ফেরাতেই চার বছর আগে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা জসিম উদ্দিন সৌদি আরবে যান। এর দুই বছর পর ছোট ভাই ইব্রাহিম হোসেনকেও নিয়ে যান তিনি। তার আগে তাদের বাবাও সৌদিতে যান। দুই ভাই ও বাবা সেখানকার আল হোলাইফা শহরে লেপ তোষকের ব্যবসা করেন।


দুই ভাইয়ের স্বপ্ন ছিলো, পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনা, মা-বাবা ও পরিবারের সবার মুখে হাসি ফুটানো। কিন্তু দুই সহোদরের মৃত্যুতে সব শেষ হয়ে গেছে। এখন কি হবে, কে ফেরাবে স্বচ্ছলতা, আর কে দেখবে তাদের এভাবেই বিলাপ করতে করতে কান্নায় ভেঙে পড়েন দুই সহোদরের মা রৌশন আক্তার।


সৌদি আরবে মঙ্গলবার রাতে বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ছয় বাংলাদেশীসহ সাতজন নিহত হয়। তাদের মধ্যে কমলনগর উপজেলার করইতোলা বাজার সংলগ্ন চর লরেঞ্চ গ্রামের নেছার আহম্মদের ছেলে জসিম উদ্দিন (২৬) এবং তার ছোট ভাই মো. ইব্রাহিম হোসেন (২৩) রয়েছেন।


নেছার আহমদও সৌদি আরবে থাকেন। তবে দুর্ঘটনার সময় তিনি বাইরে ছিলেন।


এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দ্রুত তাদের লাশ ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন পরিবার ও স্বজনরা।


বিবার্তা/ফরহাদ/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com