শিরোনাম
কুমিল্লায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, আটক ২
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৮, ১৫:৩৪
কুমিল্লায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, আটক ২
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবদুল হালিম (২৮) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় গ্রেফতার করা হয়েছে আরো দুই ডাকাতকে।


নিহত আবদুল হালিম বুড়িচং উপজেলার বাজেবাহেরচর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।


গ্রেফতারকৃতরা হলেন, দেবিদ্বার উপজেলার জারু মিয়ার ছেলে জাকির হোসেন (৩৬) ও একই উপজেলার ধামতি গ্রামের রফিকুল ইসলামের ছেলে লিমন সরকার (২৫)।


বুধবার রাত আড়াইটার দিকে বুড়িচংয়ের কংশনগরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিন মৃধা, কনস্টেবল আবদুল্লাহ ও সাইফুল আহত হয়েছেন।


ঘটনাস্থল থেকে ১টি রিভলবার, এক রাউন্ড গুলি, দুইটি ধারালো ছুরি, একটি রামদা, একটি রড ও চারটি মুখোশ উদ্ধার করেছে পুলিশ।


কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে রাত আড়াইটার দিকে অভিযান চালানো হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ডাকাতেরা। পুলিশও পাল্টা গুলি চালালে হালিম গুলিবিদ্ধ হয়। পরে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


তিনি আরো বলেন, নিহত আবদুল হালিম আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় সড়ক ও বাড়িতে ডাকাতি, বোমা বিস্ফোরণসহ ১৪টি মামলা রয়েছে।


বিবার্তা/বাবর/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com