শিরোনাম
শরীয়তপুরে বিনামূল্যে গ্রামীণ স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৮, ১৩:০১
শরীয়তপুরে বিনামূল্যে গ্রামীণ স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু
শরীয়তপুরে বিনামূল্যে গ্রামীণ স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সদর উপজেলার নির্বাহী অফিসার জিয়াউর রহমান
শরীয়তপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী অফিসারের উদ্যোগে ও এলজিএসপি-৩ এর অর্থায়নে গ্রামীণ জনগণের মধ্যে বিশেষজ্ঞ চিকিসৎসক দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।


এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিনোদপুর ইউনিয়নে স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। স্বাস্থ্য সেবা প্রদান করেন, সদর হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. আম্বিয়া আলম কনা।


এ সময় ইউএনও জিয়াউর রহমান বলেন, সরকারের গৃহীত স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে এই মহৎ উদ্যোগ নেয়া হয়েছে। এ কার্যক্রমের ফলে গ্রামীণ জনসাধারণ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্য সেবা এবং ওষুধ পাবেন।


এ সময় উপস্থিত ছিলেন, বিনোদপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান লিটন মুন্সী, সচিব লিয়াকত হোসেন, ইউপি সদস্য মোহাম্মদ আলী প্রমুখ। এ সময় প্রায় দেড় শতাধিক ব্যক্তিকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।


বিবার্তা/রোমান/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com