শিরোনাম
দুর্গন্ধ ও জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৮, ১২:১৩
দুর্গন্ধ ও জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরে পৌরসভার ডাস্টবিনের দুর্গন্ধ ও জলাবদ্ধতায় শিক্ষাঙ্গণে পাঠদান ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন যাবত ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ দুর্ভোগের শিকার হচ্ছেন। ক্রমেই এ সমস্যার মাত্রা তীব্র হয়ে ওঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।


সরেজমিনে লক্ষ্মীপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় পরিদর্শনে দেখা গেছে, মাঠটি পানিতে ডুবে রয়েছে। অন্যদিকে দুটি বিদ্যালয়ের দক্ষিণ কোণে থাকা জুবলী দিঘির পার্শ্ববর্তী ডাস্টবিন থেকে প্রচন্ড দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে শিক্ষক-শিক্ষার্থীরা।


লক্ষ্মীপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক লক্ষ্মী রাণী দাস বলেন, ডাস্টবিনের দুর্গন্ধে শিক্ষার্থীরা প্রায়ই অতিষ্ঠ হয়ে থাকে। তারা অমনোযোগী থাকায় পাঠদান ব্যাহত হয়। আমরা শিক্ষকরাও এ দুর্গন্ধ সহ্য করতে পারি না।


প্রধান শিক্ষক রূপালী প্রভা নাথ বিবার্তাকে বলেন, বিদ্যালয় এলাকা থেকে ডাস্টবিন সরানো, মাঠের জলাবদ্ধতা নিরসনে মাটি ভরাট কিংবা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা অতীব জরুরী। দুর্গন্ধে শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্নভাবে রোগাক্রান্ত হচ্ছে। মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। এছাড়া চলাচল ও বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনও ব্যাহত হচ্ছে।


লক্ষ্মীপুর বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক খলিলুর রহমান এসব সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন।


বিবার্তা/ফরহাদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com