শিরোনাম
তানোরে মদ্যপানে আদিবাসীর মৃত্যু
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৮, ১১:০৮
তানোরে মদ্যপানে আদিবাসীর মৃত্যু
তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর তানোরে চোলাই মদ পান করে চোনাই হেমরম (৬৫) নামে এক আদিবাসী মারা গেছেন। নববর্ষ উপলক্ষে উপজেলার কচুয়া আদিবাসী পল্লীর কচুয়া কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


বৃহস্পতিবার সকালে তার লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নববর্ষ উপলক্ষে শনিবার রাতে মদ্যপান করে চোনাই হেমরম বাড়িতে মাতলামি করছিল। একপর্যায়ে ছেলে হেমন্ত হেমরমের সাথে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হলে মাদকসেবী চোনাই মাটিতে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।


রাতে উপজেলার মুন্ডুমালা হাসনা ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। বুধবার দুপুরে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে চোনাই হেমরমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।


তানোর থানার ওসি রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।


বিবার্তা/অসীম/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com