শিরোনাম
নলছিটিতে জেলেদের মাঝে চাল বিতরণ
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৮, ১৭:৪৯
নলছিটিতে জেলেদের মাঝে চাল বিতরণ
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে নদীতে মাছ না ধরায় ঝালকাঠির নলছিটি পৌরসভার ১১৫ জেলেকে বিশেষ সহায়তার চাল দেয়া হয়েছে। রবিবার সকাল ১১টায় জনপ্রতি ৪০ কেজি করে জেলেদের হাতে চাল তুলে দেন নলছিটি পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী।


পৌর কর্তৃপক্ষ জানায়, মৎস্য নিধন রোধে সরকার জেলেদের বছরের নির্দিষ্ট সময়ে নদীতে মাছ ধরা নিষিদ্ধ করে দেয়। ইলিশের প্রজনন মৌসুমে এবং সারা বছর জাটকা আহরণে নিষেধাজ্ঞা মেনে যারা চলেন, তাদের তালিকা তৈরি করে সহায়তা করা হয়। নিবন্ধিত এসব জেলেদের পৌরসভার মাধ্যমে চাল দেয়া হয়েছে।


রবিবার সরকারের বিশেষ সহায়তার চাল নিতে পৌরসভা চত্বরে আসেন জেলেরা। পৌর মেয়র তাদের হাতে ৪০ কেজি করে চাল তুলে দেন। পৌরসভার নয়টি ওয়ার্ডের জেলেরা সরকারের বিশেষ সহায়তার এ চাল পেয়েছেন। এ সময় পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।


বিবার্তা/আমিনুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com