শিরোনাম
শেরপুরে বাংলা বর্ষবরণে ব্যপক প্রস্তুতি
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৮, ১৬:২৫
শেরপুরে বাংলা বর্ষবরণে ব্যপক প্রস্তুতি
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে সূচী হোক ধরা’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে বাংলা নববর্ষ ১৪২৫ বরণে ব্যপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


এ উপলক্ষে গৃহীত নানা কর্মসূচীর মধ্যে রয়েছে বৈশাখের প্রথম প্রহরে জেলা কালেক্টরেট ভবন থেকে জেলা প্রশাসক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা পেশার লোকজন বাহারি সাজে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ এবং পরে ডিসি উদ্যানে পান্তা-ইলিশ, নানান ধরনের খাবারসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ শিশু অ্যাকাডেমিতেও থাকছে পৃথক পৃথক আয়োজন।


জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত ওই প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকারসহ আরো অনেকে।


বক্তারা ঐতিহ্যবাহী সার্বজনীন এ উৎসবের মাধ্যমে সকল ভেদাভেদ ভুলে নতুন উদ্যমে জেগে ওঠার আশাবাদ ব্যক্ত করেন।


বিবার্তা/সুজন/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com