শিরোনাম
ভালুকায় দগ্ধ তিনজনই না ফেরার দেশে
প্রকাশ : ৩০ মার্চ ২০১৮, ১০:৫২
ভালুকায় দগ্ধ তিনজনই না ফেরার দেশে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিনজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


সর্বশেষ শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে দীপ্ত সরকারের মৃত্যু হয়েছে। দীর্ঘ ছয় দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন দীপ্ত।


ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, তার শরীরের ৫৪ শতাংশ পুড়ে গিয়েছিল।


এর আগে বৃহস্পতিবার রাত দেড়টায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর রহমানের (২৪) মৃত্যু হয়।


তার আগে বুধবার রাতে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দগ্ধ শাহীন।


এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় সবাই মারা গেলেন।


বিষয়টি জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।


উল্লেখ্য, শনিবার (২৪ মার্চ) দিনগত রাতে ভালুকার মাস্টার বাড়ি এলাকার একটি ৬তলা ভবনের ৩ তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে এ ঘটনায় দগ্ধ তিনজনকে রবিববার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল।


বিবার্তা/নানা/খলিল/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com