শিরোনাম
বাড়ি বাড়ি চলছে নতুন ধান ঘরে তোলার উৎসব
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৬, ১৭:২৯
বাড়ি বাড়ি চলছে নতুন ধান ঘরে তোলার উৎসব
কলাপাড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর কলাপাড়ার প্রত্যন্ত গ্রামের প্রতিটি কৃষক পরিবারের বাড়ি বাড়ি চলছে নতুন ধান ঘরে তোলার উৎসব। উপকূলীয় এ অঞ্চলের কৃষকদের চোখে মুখে লেগে আছে সোনালী স্বপ্ন পূরণের ছাপ।


এ বছর উপজেলায় ৩৯ হাজার পাঁচশ ৯০ হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে। এছাড়া ২৬ হাজার ছয়শ হেক্টর জমিতে কৃষকরা উচ্চফলনশীল জাতের ধান চাষ করেছে। তবে এ বছর ধানের বাম্পার ফলন হওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।


মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বছরের ধান কাটার উৎসব আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে বলে উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।


বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠ জুড়েই সোনালী ধানের শীষ উকি দিচ্ছে। প্রতিটি কৃষক পরিবারের বাড়ি বাড়ি চলছে নবান্ন উৎসবের আয়োজন। টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকার কৃষক মো. চাঁন মিয়া জানান, মাত্র ১২ কেজি ধানের বীচে ৪৫ মন ধান পেয়েছেন। তিনি এ বছর মাত্র তিন বিঘা জমি চাষ করেছে। তার মোট খরচ হয়েছে ছয় হাজার টাকা। একই এলাকার কৃষক রাসেল শিকদার বলেন, ৮ কড়া জমি চাষ করে ভাল ফসল হয়েছে। চাকামইয়া ইউনিয়নের নিহার মিত্র জানান, আনুষ্ঠানিক ভাবে ধান ঘরে তোলা হয়েছে। নীলগঞ্জ ইউনিয়নের অপর এক কৃষক নুরুল ইসলাম হাওলাদার জানান, অতি বৃষ্টি বা অতিরিক্ত খরা না থাকায় তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি। তবে বাজারে ধানের ন্যায্যমূল্য পাবে কিনা এ নিয়ে চিন্তায় রয়েছে ওইসব কৃষকরা।


উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মসিউর রহমান জানান, এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ঘূর্ণিঝড় নাডা ছাড়া প্রকৃতি ছিলো কৃষকের অনুকূলে। ইতিমধ্যে কৃষকরা আনুষ্ঠানিকভাবে তাদের ক্ষেতের সোনালী ধান কাটা শুরু করে দিয়েছে বলে তিনি জানিয়েছেন।


বিবার্তা/উত্তম/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com