শিরোনাম
পরীক্ষার ভেন্যু পুনর্বহালের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন
প্রকাশ : ২৪ মার্চ ২০১৮, ২২:৩৫
পরীক্ষার ভেন্যু পুনর্বহালের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর কলাপাড়ায় পরীক্ষা ভেন্যু পুনর্বহালের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়রা। শনিবার বেলা ১১টায় উপজেলা বাবলতলা বাজারে আলহাজ জালাল উদ্দিন কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানবন্ধনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুহিবুর রহমান। এ সময় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।


পরীক্ষা ভেন্যু পুনর্বহালের দাবি জানিয়ে এক অভিভাবক বলেন, এখানে অধিকাংশ শিক্ষার্থীর অভিভাবক গরীব, অসহায়, দিনমজুর ও জেলে। উপজেলা সদর থেকে ২২ কিলোমিটার দূরে আন্ধারমানিক নদী দ্বারা বিচ্ছিন্ন। ফলে উপজেলা সদরে বাসা ভাড়া নিয়ে পরীক্ষা দেয়া কিংবা এ পথ পাড়ি দিয়ে পরীক্ষা দেয়ার সামর্থ্য অধিকাংশ শিক্ষার্থীর অভিভাবকদের নেই।


কলেজের অধ্যক্ষ মুহিবুর রহমান বলেন, অভিযোগ ছাড়াই সুনামের সাথে বিগত উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করায় আলহাজ জালাল উদ্দিন কলেজের পরীক্ষা ভেন্যু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের প্রশংসা আর্জন করে।


কলেজ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছর ভেন্যু ঠিক থাকলেও পরীক্ষা শুরুর কিছুদিন বাকি থাকার মুহূর্তে হঠাৎ ভেন্যু পরিবর্তনে মানসিকভাবে হতাশ হয়ে পড়েছে শিক্ষার্থীসহ অভিভাবকরা।


বিবার্তা/উত্তম/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com