শিরোনাম
চাকরিতে বয়স ৩৫ এর দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন
প্রকাশ : ২৪ মার্চ ২০১৮, ১৪:০০
চাকরিতে বয়স ৩৫ এর দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়।


টাঙ্গাইল জেলা ছাত্র পরিষদ কমিটি'র ব্যানারে এর আয়োজন করা হয়। কমিটির সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন।


আরো বক্তব্য দেন আব্দুস সাত্তার মিয়া, জমির উদ্দিন, হ্যাপি আক্তার, মির্জা রঞ্জু, আনোয়ার হোসেন, ফিরোজ, শহিদ বেগ, মনির হোসেন, মাইন হোসেন, তারেক, সুফিয়া আক্তার, জাকির প্রমুখ।


এসময় বক্তরা বলেন, বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্পিকার থাকাকালীন ২০১২ সালের ৩১ জানুয়ারি জাতীয় সংসদে চাকরিতে আবেদনর বয়সসীমা সাধারণদের ৩৫ বছরে উন্নীত করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু দীর্ঘ ছয় বছরেও এটি বস্তবায়ন করা হয়নি।


তারা আরো বলেন, একজন মানুষের বয়সসীমা তার যোগ্যতার মাপকাঠী হতে পারে না। যোগ্যতা নিরুপণের জন্য পরীক্ষা আছে। তাই চাকরিতে নিয়োগ হওয়া উচিত, বর্তমান বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ বছর হলে চাকরিতে প্রবেশের বয়সসীমা এখনও অপরিবর্তিত থাকবে কেন?



মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের করা হয়। স্থানীয় শহীদ মিনারে গিয়ে সেটি শেষ হয়।


বিবার্তা/তোফাজ্জল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com