শিরোনাম
এমপি দবিরুলের বাড়ির লুট হওয়া স্বর্ণ সৈয়দপুরে উদ্ধার
প্রকাশ : ২৩ মার্চ ২০১৮, ২১:৫২
এমপি দবিরুলের বাড়ির লুট হওয়া স্বর্ণ সৈয়দপুরে উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. দবিরুল ইসলামের বাসভবন থেকে ডাকাতি হওয়া স্বর্ণালঙ্কার নীলফামারী থেকে উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার রাত ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলামের নেতৃত্বে একদল ডিবি পুলিশসহ অভিযান চালিয়ে নীলফামারীর সৈয়দপুর শহরের সিনেমা হল রোডের ইমরান জুয়েলার্স থেকে স্বর্ণালঙ্কারগুলো উদ্ধার করা হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম জানান, জুয়েলার্সের মালিক ইমরান হোসেনকে আটক করে ঠাকুরগাঁও সদর থানায় নেয়া হয়েছে।


উল্লেখ্য, গত ১৩ মার্চ ভোর রাতে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলামের বালিয়াডাঙ্গির বাসভবনে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা বাড়ির নৈশ প্রহরীকে বেঁধে রেখে অস্ত্রের মুখে এমপির স্ত্রীকে জিম্মি করে ঘরের মালামাল, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।


বিবার্তা/বিধান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com