
ফেনী পৌর শহরের বারাহিপুর এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় কভার্ড ভ্যানের চালকসহ চারজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুইজন।
বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এখনও হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশের ধারণা, ওই লেভেল ক্রসিংয়ের গেইটম্যান ঘুমিয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না।
ফেনী রেলওয়ে পুলিশের এসআই আলীম জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন তূর্ণা নিশিথা যখন ফেনী রেলওয়ে স্টেশনের কাছে বারাহিপুর রেলক্রাসিং পৌঁছায়, তখন গেইট খোলা পেয়ে একটি কভার্ডভ্যান রেললাইনে উঠে পড়ে।
ট্রেনের ধাক্কায় কভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে লাইনের পাশে ছিটকে পড়ে। কভার্ডভ্যানের চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। তাদের একজন পরে কুমিল্লা নেয়ার পথে মারা যান।
বিবার্তা/শারমিন/জাকিয়া
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net