শিরোনাম
কলাপাড়ায় গ্রামবাসীদের ভরসা একটি বাঁশের সাঁকো
প্রকাশ : ২০ মার্চ ২০১৮, ১৯:৪৪
কলাপাড়ায় গ্রামবাসীদের ভরসা একটি বাঁশের সাঁকো
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বাঁশের সাঁকোই গ্রামবাসীদের একমাত্র ভরসা। উপজেলার চম্পাপুর ইউনিয়নের উত্তর ও মধ্য দেবপুর গ্রামের কয়েক হাজার মানুষ এ সাঁকোটির উপর দিয়ে চলাচল করে। দীর্ঘদিন ধরে কোনো ধরনের সেতু কিংবা কালভার্ট নির্মাণ না হওয়ায় স্কুল, কলেজগামী শিক্ষার্থীসহ গ্রামবাসী চরম ভোগান্তিতে পড়েছে। এমনকি এ বাঁশের সাঁকোটি পার হতে গিয়ে প্রায়শই ঘটছে ছোট খাটো দুর্ঘটনা।


স্থানীয় সূত্রে জানা গেছে, খাল পারাপারে গ্রামবাসী নিজেদের উদ্যোগে এ বাঁশের সাঁকো তৈরি করেন। খালের দক্ষিণ পারে রয়েছে দক্ষিণ দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধানখালী এস এইচ অ্যান্ড আশ্রাফ একাডেমি স্কুল। প্রতিদিন ঝুঁকি নিয়ে ওই স্কুল শিক্ষার্থীসহ গ্রামের মানুষ এ সাঁকো পার হচ্ছে। এছাড়া কোনো অসুস্থ রোগী কিংবা গর্ভবতী মহিলাদের সদর হাসপাতালে যেতে পড়তে হয় চরম ভোগান্তিতে। জনপ্রতিনিধিরা এই বাঁশের সাঁকোর পরিবর্তে সেতু কিংবা কালভার্ট নির্মাণের প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।


দেবপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুক্তি জানান, সাঁকো পারাপারে আমাদের অনেক কষ্ট হয়।


সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, বাঁশের সাঁকো দিয়ে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। এটা বারবার সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে।


উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার জানান, বরাদ্দ পেলে অচিরেই এখানে একটি কালভার্ট নির্মাণ করা হবে।


বিবার্তা/উত্তম/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com