শিরোনাম
সবজিওয়ালার ছেলে বিসিএস ক্যাডার
প্রকাশ : ১৯ মার্চ ২০১৮, ১৭:০৮
সবজিওয়ালার ছেলে বিসিএস ক্যাডার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রাম সিনিয়র সহকারী পুলিশ সুপার রিপন কুমার মোদক ভেরিফিকেশন করতে গিয়ে অবাক না হয়ে পারলেন না। বাড়িতে কেউ নেই। কিছুক্ষণ ডাকাডাকির পর ফেরদৌস আলমের মা পাশের বাড়ি থেকে দৌড়ে আসলেন। ৩৬তম বিসিএস ক্যাডার ফেরদৌসের বাড়িতে ঘটে এ ঘটনা।


কুড়িগ্রাম জেলার উলিপুর উপ‌জেলার পৌর এলাকার বা‌সিন্দা শাকবিক্রেতা নুর আমিনের ছোট ছেলে ফেরদৌস আলম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিএ (অর্নাস), এমএ পাশ করে ৩৬তম বিসিএস ক্যাডারে চান্স পেয়েছেন।


ছেলে ফেরদৌসের কথা মা’র কাছে জানতে চাইলে, তিনি বললেন -সে তো ঢাকায়। আর তার বাবার কথা জানতে চাইলে বললেন, দোকানে শাক বিক্রি করছেন ফেরদৌসের বাবা।


শাক বিক্রেতার সন্তান বিসিএস অর্জন করায় দরিদ্র পিতারাও এখন স্বপ্ন দেখছে নিজেদের সন্তানদের নিয়ে। পিতা-মাতার উচ্ছ্বাসে বুকভরা আশা নিয়ে উলিপুরে অভিভাবক মহলে বইছে আনন্দ।


এদিকে ফেরদৌস আলমের গর্ভধারিণী মা’কে ফুলেল শুভেচ্ছা জানাতে ভোলেননি সিনিয়র সহকারী পুলিশ সুপার রিপন কুমার মোদক।


শাকবিক্রেতা নুর আমিন আবেগাপ্লুত হয়ে জানান, আমার ছেলে প্রশাসনের বড় কর্মকর্তা হয়ে মানুষের কল্যাণে কাজ করবেন। তার ছেলের বিসিএস অর্জনের বিষয়টি এখন টক অব দ্য উলিপুর।


বিবার্তা/সৌরভ/সোহান


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com