শিরোনাম
মাদারীপুরে আগুনে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
প্রকাশ : ১৯ মার্চ ২০১৮, ১৪:২২
মাদারীপুরে আগুনে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাদারীপুরের শিবচরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু এবং বসতঘরসহ দু’টি ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন।


ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান, রবিবার গভীর রাতে জেলার শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের কলাতলা চরকামারকান্দি গ্রামের দিনমজুর কিনাই মাদবরের বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিমিষেই আগুন পাশের গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বসতঘরে কিনাই মাদবর, তার স্ত্রী ইসমত আরা ও ১০ বছরের প্রতিবন্ধী শিশুকন্যা সাজেদা ঘুমাচ্ছিল।


আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে কিনাই ও তার স্ত্রী ঘর থেকে বের হয়ে গেলেও সাজেদাকে বাইরে আনতে ভুলে যায়। কিছু সময় পর তার মা তার বাবাকে সাজেদার কথা জিজ্ঞেস করলে তার বাবা বলে মনে হয় সাজেদা ঘর থেকে বের হয়ে অন্য ঘরে আশ্রয় নিয়েছে। কিন্তু অন্য ঘরেও সাজেদা ছিল না। এলাকাবাসীর প্রায় ১ ঘন্টা চেষ্টায় যখন আগুন নিয়ন্ত্রণে আসে তখন ঘরের দরজার সামনে আগুনে পুড়ে যাওয়া অবস্থায় শিশু সাজেদার লাশ পড়ে থাকতে দেখা যায়।


সোমবার সকালে শিশুটির দাফন সম্পন্ন করা হয়েছে। শিশুটিকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। অগ্নিকাণ্ডের ঘটনায় গোয়াল ঘরে থাকা তিনটি ছাগলের বাচ্চা ও বসতঘরসহ দুটি ঘর পুড়ে এক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারটি জানায়।


শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, গভীর রাতে শিবচরের নিলখীতে অগ্নিকাণ্ডে সাজেদা নামের ১০ বছরের একটি মেয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।


বিবার্তা/রবিউল/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com