শিরোনাম
বাঁচতে চায় ২ বছরের শিশু খাদিজা
প্রকাশ : ১৮ মার্চ ২০১৮, ১৭:৪৭
বাঁচতে চায় ২ বছরের শিশু খাদিজা
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

একটু একটু করে জীবনপ্রদীপ নিভে যাচ্ছে দুই বছরের শিশু খাদিজার! জন্মগত হার্টের রোগী সে। বর্তমানে রয়েছে চরম ঝুঁকির মধ্যে।


ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানোর পরও একমাত্র সন্তান নীরোগ না হওয়ায় এখন পাগলপ্রায় মা-বাবা। এরইমধ্যে খরচ হয়ে গেল বিরাট অঙ্কের টাকা। এত ব্যয় বহন করে অসহায় মা-বাবা আজ নিঃস্ব।


খাদিজার বাবার জাকির হাওলাদার ও মা ছনিয়া আক্তার। বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমপুর গ্রামে।


জাকির হাওলাদার গার্মেন্টসে কাজ করতেন। মেয়ের চিকিৎসার জন্য তা ছেড়ে আসতে বাধ্য হয়েছেন। শিশুটির নানা ঝালকাঠি শহরের কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. আবদুল করিম।


স্বজনরাও তার চিকিৎসায় অনেক সাহায্য করেছেন। কিন্তু খাদিজার অবস্থার উন্নতির কোনো লক্ষণ নেই।


চিকিৎসকরা জরুরিভিত্তিতে অপারেশন করানোর কথা বলেছেন। এজন্য প্রাথমিকভাবে তিন লাখ টাকা প্রয়োজন। এ টাকা বহন করার ক্ষমতা তার পরিবারের নেই।


এ পরিস্থিতিতে তারা শিশুটির জীবন বাঁচাতে অর্থ সাহায্যে জন্য সরকার ও সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন।


কেউ সাহায্যের হাত বাড়ালে এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। নম্বরটি হলো : ০১৭৪৬ ৮৪২৭৩১। এটি তাদের ব্যক্তিগত বিকাশ নম্বরও।


বিবার্তা/আমিনুল/ঝালকাঠি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com